বোয়ালমারী দূর্গার প্রতিমা ভাংচুর, জেলা পূজা কমিটির ঘটনাস্থল পরিদর্শন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২০

বোয়ালমারী দূর্গার প্রতিমা ভাংচুর, জেলা পূজা কমিটির ঘটনাস্থল পরিদর্শন

 


ফরিদপুর প্রতিনিধি :
দূর্গাপূজার শুরুর আগেই ফরিদপুরের বোয়ালমারীতে একটি মন্ডপের দূর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের কুন্ডু রামদিয়া গ্রামের কর্মকারপাড়ায় এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে। 


এদিকে ঘটনার পর পরই বুধবার সন্ধ্যায় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা এ ঘটনার সুষ্ঠ বিচার ও অপরাধের সাথে জরিত সকলকে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। 


পরিদর্শনে উপস্থিত ছিলেন, নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ সাহা তনু, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অজয় রায়, যুগ্ম সম্পাদক শংকর সাহা, অর্থ সম্পাদক শিবপদ দাস, সুরজিৎ কুন্ড, গোপাল দত্ত, মহানগর পূজা কমিটির সভাপতি রাম দত্ত, সহ সভাপতি বিধান সাহা, অনুপ কুমার সাহা, অমর সাহা, অমর সাহা প্রমূখ।    


এরই মাঝে মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিনাল কর্মকার বাদি হয়ে নয়ন শেখ (১৮) নামের এক তরুণকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে মামলা করেছেন। মামলা নম্বর ১১। 


এ ব্যাপারে উপজেলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কর্মকার জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন তরুণকে এ এলাকায় ঘুরতে দেখি। কিছুক্ষণ পরেই মন্দিরের মা দূর্গার মাথা ও সরস্বতি প্রতিমার হাত ভেঙ্গে ফেলা হয়। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি। 


এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো.আমিনুর রহমান জানান, খবর পেয়েই ওই রাতেই পুলিশ রামদিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে কুন্ডু রামদিয়া গ্রামের গাউজ শেখের ছেলে নয়ন শেখ (২০) ও ছিরু মৃধা ছেলে রাজু মৃধা (২৬) নামে দুইজনকে আটক করে। তিনি বলেন, এ ঘটনায় ওই মন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কর্মকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Post Top Ad

Responsive Ads Here