আল জাজিরার নারী সাংবাদিককে টেনে হিঁচড়ে গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ০৬, ২০২১

আল জাজিরার নারী সাংবাদিককে টেনে হিঁচড়ে গ্রেফতার


 

সময় সংবাদ ডেস্কঃ


আল জাজিরা অ্যারাবিকের সাংবাদিক গেভারা বুদেইরিকে দখলকৃত পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে শনিবার টেনে হিঁচড়ে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। তবে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর তাকে মুক্তি দেয়া হয়।

আল জাজিরার এ সাংবাদিককে গ্রেফতারের সময় ইসরায়েলি পুলিশ তার আল জাজিরা ক্যামেরাম্যান নাবিল মাজাওয়ের কাছে থাকা সরঞ্জামগুলো ভেঙে ফেলে। বুদেইরিকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অধিকারকর্মীরা।


মুক্তি পাওয়ার পর বুদেইরি বলেন, তারা সবদিক থেকে আসতে থাকে, আমি জানি না কেন, তারা আমাকে দেয়ালের দিকে লাথি মারে।


তিনি আরো বলেন, তারা গাড়ির ভেতর আমাকে খুব বাজে ভাবে লাথি মারে… সবদিক থেকে তারা আমাকে লাথি মারতে থাকে।


ফিলিস্তিনিরা ‘নাকসা’র ৫৪তম বার্ষিকী পালনের প্রতিবেদন করছিলেন বুদেইরি। নাকসা শব্দের অর্থ ‘দুর্ভাগ্য’। ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখলকে উল্লেখ করতে এ শব্দটি ব্যবহার করে ফিলিস্তিনিরা।


গিভারা বুদেইরি ২০০০ সাল থেকে আল জাজিরায় কর্মরত রয়েছেন। তাকে যখন ইসরায়েলি পুলিশ গ্রেফতার করে তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। ইসরায়েলি সরকারের প্রেস অফিসের কার্ডও তার সঙ্গে ছিল।

Post Top Ad

Responsive Ads Here