ইরাকে শরণার্থী শিবিরে তুরস্কের বিমান হামলা, নিহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ০৬, ২০২১

ইরাকে শরণার্থী শিবিরে তুরস্কের বিমান হামলা, নিহত ৩



সময় সংবাদ ডেস্কঃ


 ইরাকের উত্তরাঞ্চলে এক শরণার্থী শিবিরে তুরস্কের ড্রোন হামলায় তিন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন।

শনিবার দেশটির মাখমুর শহরে হামলা হয় বলে সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।


মাখমুর শহরের কুর্দি সংসদ সদস্য রাশাদ গালালি বলেন, ‘শরণার্থী শিবিরে তুরস্ক থেকে আসা কুর্দিরা থাকে। জাতিসংঘ ওই শিবিরে সহায়তা দিয়ে থাকে। সেখানে স্কুলের কাছে এক কিন্ডারগার্টেনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।’


চলতি সপ্তাহের শুরুর দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মাখমুরকে ইরাকের পূর্বাঞ্চলীয় মাউন্ট কান্দিল অঞ্চলের সঙ্গে তুলনা করেছিলেন। মাউন্ট কান্দিলে তুরস্কের নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সামরিক ঘাঁটি রয়েছে।

এরদোগান বলেছিলেন, আমাদের কাছে কান্দিলের মতো মাখমুর ইস্যুও গুরত্বপূর্ণ। কারণ কান্দিলের ইনকিউবেটরে পরিণত হয়েছে মাখমুর। আমরা হস্তক্ষেপ না করলে ইনকিউবেটর ক্রমাগত সন্ত্রাসী উৎপাদন করতে থাকবে।


তুরস্কের প্রেসিডেন্ট সে সময় হুঁশিয়ার করে বলেন, জাতিসংঘ ওই অঞ্চল পরিষ্কার না করলে আন্তর্জাতিক সংস্থাটির সদস্যরাষ্ট্র হিসেবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বিষয়টি ফয়সালা করব।

Post Top Ad

Responsive Ads Here