ককপিটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা যাত্রীর, বিমানের জরুরি অবতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ০৫, ২০২১

ককপিটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা যাত্রীর, বিমানের জরুরি অবতরণ



 সময় সংবাদ ডেস্কঃ


আকাশে উড়ছে বিমান, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে পাইলটদের বিমান পরিচালনা কক্ষ ককপিটে জোর করে প্রবেশের চেষ্টা চালায় এক যাত্রী। আর এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানে। অতঃপর নিরাপত্তাজনিত কারণে জরুরি অবতরণ করানো হয় সেই বিমানটি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকোয়ের্ক শহরে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ৩৮৬-এ ঘটেছে এই ঘটনা।


এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।


গ্রেস চ্যালমার্স নামের বিমানটির এক যাত্রী সিএনএন’কে জানান, বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রী কোনো কারণ ছাড়াই ককপিটের দরজা খুলে সেখানে প্রবেশের চেষ্টা করে।


এ ঘটনার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিমানটির আরেক যাত্রী ওই ব্যক্তিকে কেবিন ক্রুদের সহায়তায় ধরাশায়ী করেন এবং বিমানটি অবতরণ না করা পর্যন্ত তাকে মেঝেতে চেঁপে ধরে রাখেন।


যাত্রীদের ধারণ করা এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ধরাশায়ী সেই ব্যক্তি বারবার বিমানটি থামানোর জন্য অনুরোধ করছেন।


পাইলটরা আলবুকোয়ের্ক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে আটক করে। তবে ওই ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।


এদিকে এই ঘটনার ঘণ্টা খানেক পর বিমানটি ফের যাত্রা করে।

Post Top Ad

Responsive Ads Here