উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২১ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ই (জুন) শনিবার দুপুরে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ হীরা মিয়া প্রমুখ।
উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ হীরা মিয়া জানান, প্রদর্শনীতে ২০টি স্টল প্রদর্শন করা হয়েছে। প্রত্যকটি স্টলদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।