বাংলাদেশ কৃষকলীগের ফরিদপুর অঞ্চলের সাংগঠনিক দায়িত্ব পেল এ্যাড. জামাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০৪, ২০২১

বাংলাদেশ কৃষকলীগের ফরিদপুর অঞ্চলের সাংগঠনিক দায়িত্ব পেল এ্যাড. জামাল


 

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ


 বাংলাদেশ কৃষকলীগের ফরিদপুর অঞ্চলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না। 


বৃহস্পতিবার (৩ জুন) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি'র স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায়।


এবিষয়ে অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না জানান, তাকে এই দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্র‌তি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। তা‌দের দিক নির্দেশনায় ফরিদপুর অঞ্চলে কৃষকলীগ সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে নিয়ে কাজ করবেন। এছাড়া তার ওপর অর্পিত দায়িত্ব যেন সুন্দর ও সফলভাবে পালন করতে পারেন; সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

Post Top Ad

Responsive Ads Here