ওভার ব্রিজের পাশে মিললো যুবকের লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৮, ২০২১

ওভার ব্রিজের পাশে মিললো যুবকের লাশ

 




 নিজস্ব প্রতিনিধিঃ




রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁধন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। 

কারওয়ান বাজার ওভার ব্রিজের পাশে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।


নিহতের নাম বাঁধন। তিনি রংয়ের কাজ করতেন। থাকতেন পূর্ব তেজতুরী বাজার এলাকায়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। 


বাঁধনকে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী জানান, আমরা কারওয়ান বাজার ওভার ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


















এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here