কাপড়ে লুকানো সাপের কামড়ে নারীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৮, ২০২১

কাপড়ে লুকানো সাপের কামড়ে নারীর মৃত্যু



জেলা প্রতিনিধিঃ



 আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ হাইলধর গ্রামে বিষধর সাপের কামড়ে পারভীন আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।



৫০ বছর বয়সী পারভীন আক্তার দক্ষিণ হাইলধর গ্রামের মোরশেদুল আলমের স্ত্রী।


হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে বাসার আলমারি থেকে কাপড় বের করছিলেন পারভীন। এ সময় আলমারিতে কাপড়ের ভাঁজে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ নিচে পড়ে তার পায়ে কামড় দেয়। প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নেয়া হয়। কিন্তু দুপুরে অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বিকেলে পারভীনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here