আসাদুজ্জামান খান কামাল- ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদকঃ
মানবাধিকার লঙ্ঘনসহ সব দায়িত্বে র্যাবের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। র্যাব ভালো কাজ করলেও তা সামনে আসছে না।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের অষ্টম অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়ার জন্য ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ সহ বারোটি মানবাধিকার গোষ্ঠী নভেম্বরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্সের কাছে চিঠিটি জমা দিয়েছে, যা বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল।
জাতিসংঘের চিঠির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সব সময় বলেছি, র্যাব গঠনের সময় যদি ফিরে তাকান। যারা র্যাব তৈরি করেছে তারাই এখন আবার র্যাব নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। র্যাব যে ভালো কাজ করছে তা তারা তুলে ধরছে না। র্যাব মাদকের বিরুদ্ধে কাজ করছে, ভেজাল পণ্য নিয়ন্ত্রণ করছে, দস্যুমুক্ত করছে, উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে তারা সব সময় কাজ করছে- সে কথা তারা কখনোই উল্লেখ করেন না। তারা সব ধরনের মানবাধিকার নিয়ে কথা বলে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টার হয় না। পুলিশ বাহিনীর বিরুদ্ধে কেউ কথা বললে পুলিশ সদস্যরা চুপ থাকে না। তখনই গোলাগুলির ঘটনা ঘটে।
তিনি বলেন, সব কিছু যদি এলিট ফোর্স র্যাবকে দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা তাদের প্রতি অবিচার।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ