আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ- ফাইল ফটো |
নিজস্ব প্রতিবেদকঃ
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রায় ৩১ কোটি ভ্যাকসিন এসেছে এবং বর্তমানে প্রায় ৯ কোটি ভ্যাকসিন মজুদ রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডা. হাছান মাহমুদ।
শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে নতুন ধরনের করোনাভাইরাস ওমিক্রন সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী সবাইকে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, নিকটস্থ টিকাদান কেন্দ্রে এনআইডি কার্ড ও মোবাইল ফোন নিয়ে গেলেই টিকা নেওয়া সম্ভব। কোন পূর্ব নিবন্ধন প্রয়োজন হয় না. তিনি সবাইকে মাস্ক পরে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। চার দফায় ৪০০ কম্বল বিতরণ করা হয়।
এদিকে, বিএনপির লবিস্ট নিয়োগে কীভাবে অর্থ বিদেশে গেল তা সরকারের সংশ্লিষ্ট বিভাগ তদন্ত করবে। হাসান মাহমুদ।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস অ্যাসোসিয়েশনের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য বিএনপির নয়াপল্টনে বিদেশি লবিস্ট নিয়োগ করা হয়েছে। সরকারের কাছে সেই নিয়োগের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। কীভাবে টাকা বিদেশে গেল, কারা পাঠিয়েছে তা তদন্ত করবে সংশ্লিষ্ট সরকারি দফতর। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ