সৌদিতে সব নারী ক্রু নিয়ে উড়লো প্রথম ফ্লাইট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২২, ২০২২

সৌদিতে সব নারী ক্রু নিয়ে উড়লো প্রথম ফ্লাইট

 

সৌদিতে সব নারী ক্রু নিয়ে উড়লো প্রথম ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক 


সৌদি আরবের একটি এয়ারলাইন এই প্রথম সব নারী ক্রু নিয়ে ফ্লাইট পরিচালনা করেছে। শনিবার এ ঘটনা রক্ষণশীল দেশটিতে নারীর ক্ষমতায়নের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


ফ্লাইডেলের মুখপাত্র এমাদ ইস্কান্দারানি বলেছেন, ওই ফ্লাইটটি গত বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দায় যায়। ফ্লাইটটিতে সাত জন ক্রু ছিলেন এবং তাদের সবাই নারী। তবে ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন বিদেশি একজন নারী।


আরো পড়ুন: ঝড়ে লণ্ডভণ্ড বিহার, নিহত ৩৩


প্রথমবারের মতো সব নারী ক্রু নিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে ফ্লাইডিলের এই দাবিকে শনিবার নিশ্চিত করে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় এই সংস্থাটি সাম্প্রতিক বছরগুলোতে এভিয়েশন সেক্টরে নারীদের ভূমিকা আরো সম্প্রসারিত করার পক্ষেই কথা বলে আসছে।


সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজ পরিচালনায় নারীদের ভূমিকা আরো জোরালো করার কথা বলেছে। ২০১৯ সালে ফ্লাইডেল কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এটিই প্রথম ফ্লাইট যেখানে একজন সৌদি নারী কো-পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৌদি কর্মকর্তারা অ্যাভিয়েশন খাতের উন্নয়নের চেষ্টা চালাচ্ছেন। যাতে দেশটি বৈশ্বিক ভ্রমণের কেন্দ্রে পরিণত হয়।





Post Top Ad

Responsive Ads Here