![]() |
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মরলেন প্রহরী |
ফেনী প্রতিনিধি
ফেনীতে আগুনে পুড়ে আনিসুল হক নামের এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফেনী পৌর এলাকার আলিমুদ্দিন সড়কের নয়ন টাওয়ারে ঘটে এ ঘটনা।
নিহত আনিসুলের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকায়। তিনি পাঁচ বছর ধরে ওই ভবনের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, ওই ভবনের নিচতলায় দুটি কক্ষে থাকতেন আনিসুল। একটি কক্ষে তিনি নিজের খাবার রান্না করতেন। সেখানে আমরা চারটি গ্যাস সিলিন্ডার পেয়েছি। ধারণা করছি দুটি সিলিন্ডারে হয়তো লিকেজ ছিল, এ কারণে আনিসুল রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ এবং পিবিআইয়ের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য আনিসুলের মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।