৪৪ হাজার হজযাত্রী সৌদিতে, আরো একজনের মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৯, ২০২২

৪৪ হাজার হজযাত্রী সৌদিতে, আরো একজনের মৃত্যু | সময় সংবাদ

 

"৪৪ হাজার হজযাত্রী সৌদিতে, আরো একজনের মৃত্যু | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক  


সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। টাঙ্গাইল জেলার বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১) মক্কার আল-মুকাররমায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর- ইণ০০৬২২০২।


এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে সাত বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৫ জন, নারী ২ (মক্কায় ৫ জন ও মদিনায় ২ জন মারা গেছেন)।


হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে (২৯ জুন, রাত ২টা) এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। 


এদিকে চলতি বছর এখন পর্যন্ত ৪৪ হাজার ২৩৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৪৮ জন।


হজযাত্রীরা মোট ১২৩টি ফ্লাইটে সৌদি গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭০টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা ৬টি। 


হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর ছয় বাংলাদেশি হলেন- ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।





Post Top Ad

Responsive Ads Here