ফের বাড়ছে তিস্তার পানি, খোলা হলো ৪৪ গেট | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৯, ২০২২

ফের বাড়ছে তিস্তার পানি, খোলা হলো ৪৪ গেট | সময় সংবাদ

 

"ফের বাড়ছে তিস্তার পানি, খোলা হলো ৪৪ গেট | সময় সংবাদ"

নীলফামারী প্রতিনিধি 


এক সপ্তাহ ধরে কিছু কমলেও উজানের ঢলে ফের বাড়ছে তিস্তা নদীর পানি। বুধবার সকাল থেকে পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে।


এদিন সকাল ৯টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থলে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫৫ সেন্টিমিটার। যা বিপদসীমার দশমিক ৫ সেন্টিমিটার নিচে। পানির চাপ মোকাবিলায় ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।


এর আগে, ২১ জুন সন্ধ্যা ৬টায় ওই পয়েন্টে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে ছিল। ২০ জুন সর্বোচ্চ ৩১ সেন্টিমিটার ওপরে ওঠে। এতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছ চাঁপানী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী এলাকার কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ২২ জুন থেকে দফায় দফায় পানি কমতে শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, সকাল থেকে তিস্তার পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে ব্যারাজ রক্ষায় ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। যেভাবে পানি বাড়ছে, তাতে যেকোনো সময় বিপদসীমা ছাড়াতে পারে। পানি কমার সম্ভাবনা দেখছি না। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।





Post Top Ad

Responsive Ads Here