লঞ্চের ধাক্কায় ডুবলো বালুবাহী বাল্কহেড, নিখোঁজ দুই শ্রমিক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, August 09, 2022

লঞ্চের ধাক্কায় ডুবলো বালুবাহী বাল্কহেড, নিখোঁজ দুই শ্রমিক | সময় সংবাদ

 

"লঞ্চের ধাক্কায় ডুবলো বালুবাহী বাল্কহেড, নিখোঁজ দুই শ্রমিক | সময় সংবাদ"

বরিশাল প্রতিনিধি


বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী এমভি মর্নিংসান-৯ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।

তবে লঞ্চের সামনের অংশের তলা ফেটে গেলেও সুরক্ষিত রয়েছেন যাত্রীরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে খেজুরবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিকরা হলেন, পিরোজপুরের নান্দুহার এলাকার মিলন ও একই এলাকার কালাম।

 

বাল্কহেডের মালিক কাজী হাবিবুল্লাহ জানান, প্রায় ৫০০ যাত্রী নিয়ে লঞ্চটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। লঞ্চটি দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বালুভর্তি বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে ওই দুই শ্রমিক নিখোঁজ হন।

 

মর্নিংসান লঞ্চের একাধিক যাত্রী বলেন, দুর্ঘটনাকবলিত স্থান পার হওয়ায় সময় আড়াআড়িভাবে আসা দ্রুতগামী বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চের মাঝ বরাবর ধাক্কা লাগে। এতে বাল্কহেডটি ডুবে যায়। লঞ্চের তলা ফেটে পানি ওঠে। লঞ্চটি দ্রুত চৌধুরী ঘাটে নোঙর করায় কোনো অঘটন ঘটেনি। তবে ভয় পেয়ে লঞ্চ থেকে অনেক যাত্রী নেমে গেছেন।

 

বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, বাল্কহেডকে ধাক্কা দেওয়ায় লঞ্চের সামনের অংশ ফেটে পানি প্রবেশ করে। লঞ্চটি মেরামতের চেষ্টা চলছে। কিছু যাত্রী লঞ্চে রয়েছেন। বাকিরা চৌধুরী হাট এলাকায় নেমে যান। লঞ্চ ঢাকায় ছেড়ে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।





No comments: