রাতে ঘুমালেন স্বামীর সঙ্গে, ভোরে মিলল নিথর দেহ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

রাতে ঘুমালেন স্বামীর সঙ্গে, ভোরে মিলল নিথর দেহ | সময় সংবাদ

 

"রাতে ঘুমালেন স্বামীর সঙ্গে, ভোরে মিলল নিথর দেহ | সময় সংবাদ"

পিরোজপুর প্রতিনিধি 


পিরোজপুরের মঠবাড়িয়ায় শাম্মী আক্তার নামে এক নারী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের থানাপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শাম্মী ব্যবসায়ী শেখ সিরাজুল সালেকিনের স্ত্রী। তিনি পেশায় বিউটিশিয়ান ছিলেন। 



 

জানা যায়, শাম্মীর প্রথম স্বামী ফিরোজ আলম মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে থানাপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। দুই বছর আগে আবার শেখ সিরাজুল সালেকিনকে বিয়ে করেন তিনি। সোমবার ছিল তাদের বিবাহবার্ষিকী। এ উপলক্ষে স্বামী সালেকিন ঢাকা থেকে মঠবাড়িয়ায় আসেন। রোববার রাতে খাওয়া শেষ করে স্বামীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে স্বামী সালেকিন স্ত্রী শাম্মীকে বিছানায় অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 


পিরোজপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহিম জানান, ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু রহস্য পাওয়া যাবে। 


তিনি আরো বলেন, নিহতের স্বামী শেখ সিরাজুল সালেকিন ও ছেলে সাইমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 





Post Top Ad

Responsive Ads Here