![]() |
ড. প্রদানেন্দু বিকাশ চাকমা |
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র প্রথম (বর্তমানে অবসরপ্রাপ্ত) উপাচার্য ও ইউজিসি’র দায়িত্বরত সদস্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বুধবার (১৭ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি পহাড়ের সকল সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশে প্রথম ব্যক্তিত্ব যিনি কোন বিশ্বদ্যিালয়’র ভিসি হবার গৌরব লাভ করেছিলেন।
তিনি খাগড়াছড়ি শহরের ঐতিহ্যবাহী খবংপড়িয়া গ্রামের সন্তান। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো খবংপড়িয়া গ্রামের মানুষদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মতো জ্ঞানী-বিদগ্ধ এবং গুণী শিক্ষকের শূন্যতা প্রজন্মের জন্য বিশাল দু:সংবাদ বলে মনে করছেন এলাকাবাসী।
এদিকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র প্রথম ও সাবেক উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তক চাকমা, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
শোক বার্তায় নেতৃবৃন্দরা ড. প্রদানেন্দু বিকাশ চাকমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।