ইউপি চেয়ারম্যান প্রার্থী আশিকের নির্বাচনী আলোচনা সভা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৭, ২০২২

ইউপি চেয়ারম্যান প্রার্থী আশিকের নির্বাচনী আলোচনা সভা | সময় সংবাদ

ইউপি চেয়ারম্যান প্রার্থী আশিকের নির্বাচনী আলোচনা সভা | সময় সংবাদ


আলফাডাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন।


এরই ধারাবাহিকতায় উপজেলার ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে  নির্বাচনী আলোচনা সভা করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান (হৃদয় আশিক)। 


মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে গাজীপুর বাজারে আশিকের এই নির্বাচনী আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই ওয়ার্ডের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা তাকে জনসমর্থন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।


সভায় প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আশিকুর রহমান বলেন, জনকল্যাণের লক্ষে আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। জনসেবায় কাজ করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নতুন মুখের চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আপনাদের নিকট আসছি।


জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে আশিক বলেন, এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাবো। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।


Post Top Ad

Responsive Ads Here