কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ,গ্রেফতার ২ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৭, ২০২২

কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ,গ্রেফতার ২ | সময় সংবাদ

কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ,গ্রেফতার ২ | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে (১৬) বিয়ের প্রলোভনে ফেলে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থীর বাবা আবু নাছের বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে পুলিশ প্রধান অভিযুক্ত তরিকুল ইসলাম বাবা ( ২১)  ও তার সহযোগী আবুল খায়ের পুটনকে (২৩) গ্রেফতার করেছে।


মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে গ্রেফতার দুজনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই দিন ওই ছাত্রীকে ডাক্তার পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এসএসসি পরীক্ষার্থী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বাবু। তা প্রত্যাখ্যান করার এক পর্যায়ে ওই পরীক্ষার্থী প্রেমের প্রস্তাবে রাজি হয়। এ সরলতার সুযোগে বৃহস্পতিবার সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে তরিকুল ইসলাম বাবু তাকে উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তার ভাই সৌদি প্রবাসী ইব্রাহিম খলিল রুবেলের একতলা ভবনে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।


পুনরায় রোববার বিকেলে ওই শিক্ষার্থীকে বাবু একই স্থানে নিয়ে যাওয়ার পর পার্শ্ববর্তী আবুল খায়ের পুটন ও ইমাম হোসেন রুবেল দেখার পর তাদেরকে অসৎ উদ্দেশ্যে ব্লাকমেইল করার জন্য ভিডিওধারণ করে। এসময় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বাবুর কাছ থেকে বিকাশে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় রুবেল।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এসএসসি পরীক্ষার্থীকে ডাক্তারীর জন্য এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here