
ঢাকা বিমানবন্দরে ৭ হাজার ইয়াবাসহ মা-মেয়ে আটক
মো: নাজমুল হোসেন ইমন:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)।
এএপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের ইঝ-১৪৬ ফ্লাইটে ঢাকায় নামার পর ওই দুই নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
তল্লাশিতে তাদের দুইটি ট্রলি ব্যাগের হাতলের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া রোজিনার পরিহিত সালোয়ার থেকে আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়। সবমিলিয়ে মোট ৭ হাজার ৫৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের প্রবণতা বেড়েছে। আমরা এসব অপরাধ দমনে সর্বদা তৎপর।”
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
