
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে স্থাপনা উচ্ছেদের নির্দেশ
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি এলাকায় গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে এসব স্থাপনার লাইসেন্স ও অনুমোদনও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে কক্সবাজার জেলা প্রশাসককে এই ব্যবস্থা নিতে বলা হয়।
১৯৯৯ সালে কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকতকে সরকার ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ঊঈঅ)’ হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ অনুযায়ী এই এলাকায় বন উজাড়, বন্যপ্রাণী ধরা, ভূমি ও পানির বৈশিষ্ট্য পরিবর্তন, দূষণকারী শিল্প স্থাপন এবং বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ।
সুপ্রিম কোর্টও ২০১৮ সালের এক রায়ে উল্লেখ করে যে, পরিবেশ আইন ও ইসিএ বিধিমালা অন্য সব আইনের উপরে প্রাধান্য পাবে। তবে আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও সৈকতের বালিয়াড়ি এলাকায় শত শত দোকান ও স্থাপনা গড়ে উঠেছে, যা সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এসব স্থাপনা অপসারণের মাধ্যমে কক্সবাজার সৈকতের পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটন নিশ্চিত করা সম্ভব হবে।
