কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে স্থাপনা উচ্ছেদের নির্দেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে স্থাপনা উচ্ছেদের নির্দেশ

 

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে স্থাপনা উচ্ছেদের নির্দেশ
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে স্থাপনা উচ্ছেদের নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি এলাকায় গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে এসব স্থাপনার লাইসেন্স ও অনুমোদনও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে কক্সবাজার জেলা প্রশাসককে এই ব্যবস্থা নিতে বলা হয়।


১৯৯৯ সালে কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকতকে সরকার ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ঊঈঅ)’ হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ অনুযায়ী এই এলাকায় বন উজাড়, বন্যপ্রাণী ধরা, ভূমি ও পানির বৈশিষ্ট্য পরিবর্তন, দূষণকারী শিল্প স্থাপন এবং বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ।


সুপ্রিম কোর্টও ২০১৮ সালের এক রায়ে উল্লেখ করে যে, পরিবেশ আইন ও ইসিএ বিধিমালা অন্য সব আইনের উপরে প্রাধান্য পাবে। তবে আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও সৈকতের বালিয়াড়ি এলাকায় শত শত দোকান ও স্থাপনা গড়ে উঠেছে, যা সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।


বিশেষজ্ঞরা মনে করছেন, এসব স্থাপনা অপসারণের মাধ্যমে কক্সবাজার সৈকতের পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটন নিশ্চিত করা সম্ভব হবে।



Post Top Ad

Responsive Ads Here