![]() |
| ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার |
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন শেখ (৫৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি তানভীর হাসান (১৮)কে খুলনা জেলার বটিয়াঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর কেশবপুর গ্রামের তোয়াজ উদ্দিন শেখের বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানা পুলিশ ঘরের তালা ভেঙে প্রবেশ করে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহতের দুই পা বাঁধা ছিল এবং মাথাসহ শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়া, ঘরের দেওয়ালে বিভ্রান্তিমূলক বার্তা লেখা ছিল—যা দেখে ধারণা করা হচ্ছিল হত্যাকাণ্ডের পেছনে ধর্মীয় বিষয় জড়িত।
নিহতের ভাই মো. আকাচ্চ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর পুলিশ সুপার ঝিনাইদহ তাৎক্ষণিকভাবে রহস্য উদঘাটনের নির্দেশ দেন। সদর থানার তদন্ত টিম, ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ টিম তথ্য-প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালায়।
২২ সেপ্টেম্বর দুপুরে খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে তানভীর হাসানকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরের শীল এবং দেওয়ালে লেখা বার্তায় ব্যবহৃত মার্কার পেন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর হাসান জানায়, ২০২২ সালে তার সঙ্গে ব্যবসায়ী তোয়াজ উদ্দিনের পরিচয় হয়। স্ত্রী-সন্তান না থাকায় ভিকটিমের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক তৈরি হয়। ঘটনার দিন (১ সেপ্টেম্বর রাত) তোয়াজ উদ্দিন তাকে জোরপূর্বক সম্পর্ক করতে বাধ্য করলে ক্ষুব্ধ হয়ে তানভীর শীল দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ বিছানায় তোষক দিয়ে ঢেকে রেখে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
এ সময় ভিকটিমের মোবাইল ফোন নিয়ে যায় এবং বিকাশ থেকে ৪,৭৭০ টাকা উত্তোলন করে। পরবর্তীতে প্রমাণ নষ্ট করতে মোবাইল ফোন নদীতে ফেলে দেয়।
গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তানভীর হাসান হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

