![]() |
| পূজার টানা ছুটিতে রাঙামাটি ভ্রমণ: কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন |
মো: নাজমুল হোসেন ইমন:
দুর্গাপূজার টানা চার দিনের ছুটিতে প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুদের অন্যতম গন্তব্য হতে পারে পাহাড়-হ্রদের অপার সৌন্দর্যে ভরা রাঙামাটি। কাপ্তাই হ্রদ, ঝর্ণা, পাহাড়ি পথ আর রিসোর্ট ঘেরা এই শহরে ইতিমধ্যেই বাড়তি পর্যটকের চাপের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা।
কোথায় ঘুরবেন:
আসামবস্তি সড়ক (মুগ্ধতার সড়ক):
রাঙামাটি শহরের কাছেই ১৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির একপাশে পাহাড় আর অন্যপাশে বিস্তৃত কাপ্তাই হ্রদ। স্থানীয়রা একে ডাকেন ‘মুগ্ধতার সড়ক’। এখানে রয়েছে লাভ পয়েন্ট ও একাধিক রিসোর্ট।
![]() |
| পূজার টানা ছুটিতে রাঙামাটি ভ্রমণ: কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন |
কাপ্তাই উপজেলা:
কর্ণফুলী নদীর তীরে নেভি ক্যাম্প, জীবতলী, নিসর্গ পড হাউস, প্রশান্ত পার্কসহ নানা স্পট ও রিসোর্ট ভ্রমণকারীদের মুগ্ধ করবে।
বিলাইছড়ি উপজেলা:
ঝর্ণার জন্য খ্যাত বিলাইছড়িতে রয়েছে শীতল পানির বিখ্যাত ধুপপানি ঝর্ণা। তবে পৌঁছাতে হলে প্রায় তিন ঘণ্টার পাহাড়ি ট্রেকিং করতে হবে। এছাড়া ন’কাট ছড়া, গাছকাটা ছড়াসহ একাধিক ঝর্ণা আছে। থাকার জন্য উপজেলা প্রশাসনের নীলাদ্রী রিসোর্ট ও স্থানীয় কমিউনিটি-ভিত্তিক ব্যবস্থা রয়েছে।
সুবলং ঝর্ণা:
রাঙামাটি শহর থেকে বোটে যাওয়া যায় সুবলংয়ের ছোট-বড় দুটি ঝর্ণায়। পথে স্থানীয়দের হাতে বোনা পোশাক কেনার সুযোগও রয়েছে।
হাউজবোট সেবা:
কাপ্তাই হ্রদে যুক্ত হয়েছে বিলাসবহুল হাউজবোট সার্ভিস। ‘প্রমোধিনী’, ‘স্বপ্নডিঙি’, ‘রয়েল অ্যাডভেঞ্চার’সহ বিভিন্ন হাউজবোটে থাকা-খাওয়ার সুযোগ আছে। তবে আগে থেকে বুকিং করে যাওয়া উত্তম।
কোথায় থাকবেন:
রাঙামাটি শহর ও কাপ্তাই হ্রদের তীর ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট ও কটেজ। এর মধ্যে জনপ্রিয়-
পলওয়েল কটেজ
পর্যটন মোটেল
নীলাঞ্জনা বোট ক্লাব এন্ড রিসোর্ট
ওয়েল্ডউড আইল্যান্ড রিসোর্ট
রাঙাদ্বীপ রিসোর্ট
মায়াবী দ্বীপ রিসোর্ট
এসব রিসোর্টে অবস্থান করে পাহাড়, মেঘ আর হ্রদের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।
নিরাপত্তা ব্যবস্থা:
ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশেরও বিশেষ টহল ও মোবাইল টিম মোতায়েন থাকবে।
রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের নবাগত পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম বলেন “পর্যটকদের নিরাপত্তায় নিয়মিত টহল ও মোবাইল টিম কাজ করবে। আশা করছি, সবাই নিরাপদে ভ্রমণ শেষে নিজ গন্তব্যে ফিরতে পারবেন।”


