ঢাকা বিমানবন্দরে বিপুল সিগারেট স্ট্যাম্প ও মোবাইল এলসিডি জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫

ঢাকা বিমানবন্দরে বিপুল সিগারেট স্ট্যাম্প ও মোবাইল এলসিডি জব্দ

ঢাকা বিমানবন্দরে বিপুল সিগারেট স্ট্যাম্প ও মোবাইল এলসিডি জব্দ
ঢাকা বিমানবন্দরে বিপুল সিগারেট স্ট্যাম্প ও মোবাইল এলসিডি জব্দ


মো: নাজমুল হোসেন ইমন:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট আমদানি কার্গো শাখায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সিগারেট স্ট্যাম্প ও মোবাইল ফোনের এলসিডি জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারফ্রেইট ইউনিটের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।


অভিযানে দেখা যায়, দুটি এয়ারওয়ে বিলের মাধ্যমে বন্ড সুবিধায় ঘোষিত পেপার লেবেল, গাম টেপ ও লেইসের সঙ্গে লুকানো ছিল, ৯৬ লাখ সিগারেট স্ট্যাম্প,২২২ কেজি মোবাইল ফোনের এলসিডি।


গাজীপুরের পুবাইলের আমদানিকারক প্রতিষ্ঠান মাহাদী ফ্যাশন প্রাইভেট লিমিটেড চীন থেকে প্রায় তিন টন গার্মেন্টস পণ্য আমদানির ঘোষণা দেয়। তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট ‘সিটি এয়ারলাইনস’ এ সংক্রান্ত বিল অব এন্ট্রি দাখিল করে।


কাস্টমসের দাবি,আমদানিকারক প্রতিষ্ঠান ও এজেন্ট পারস্পরিক যোগসাজশে ঘোষিত পণ্যের সঙ্গে নিষিদ্ধ সিগারেট স্ট্যাম্প ও মোবাইল এলসিডি আমদানি করার চেষ্টা করছিল।


ঢাকা কাস্টমস হাউজ জানায়, আটক পণ্য খালাস হয়ে বাজারে সরবরাহ হলে সরকারের আনুমানিক ৯৪ কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো।


ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। এগুলো খালাস হলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হতো।”


এই ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।



Post Top Ad

Responsive Ads Here