এশিয়া কাপ সুপার ফোরে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫

এশিয়া কাপ সুপার ফোরে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

 

এশিয়া কাপ সুপার ফোরে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপ সুপার ফোরে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।


বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সময় সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।


অধিনায়কত্বে জাকের আলী:

নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় আজকের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। একাদশে চার পরিবর্তন এনেছে টাইগাররা।


বাংলাদেশ একাদশ:

জাকের আলী (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।


ভারত একাদশ:

সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।


সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। অপরদিকে, পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে ভারত। আজকের ম্যাচে দুই দলই চাইবে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান মজবুত করতে।



Post Top Ad

Responsive Ads Here