ঐতিহ্য রক্ষায় চাঁদা তুলে ৭২ হাতের বাইচের নৌকা নির্মাণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

ঐতিহ্য রক্ষায় চাঁদা তুলে ৭২ হাতের বাইচের নৌকা নির্মাণ

 

ঐতিহ্য রক্ষায় চাঁদা তুলে ৭২ হাতের বাইচের নৌকা নির্মাণ
ঐতিহ্য রক্ষায় চাঁদা তুলে ৭২ হাতের বাইচের নৌকা নির্মাণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় লোক-সংস্কৃতির ঐতিহ্যবাহী নৌকা বাইচকে কেন্দ্র করে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং সুস্থ বিনোদন ফিরিয়ে আনতে বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে চাঁদা তুলে নির্মাণ করেছেন বিশাল আকৃতির ৭২ হাত দীর্ঘ একটি বাইচের নৌকা। গ্রামের সম্মিলিত উদ্যোগে তৈরি হওয়া নৌকাটির নাম দেওয়া হয়েছে ‘একতা এক্সপ্রেস’—যা তাদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গণ-অর্থায়নে নির্মিত এই নৌকা তৈরিতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। চারজন দক্ষ কারিগর টানা দশ দিন কাজ করে নৌকার কাঠামো সম্পন্ন করেন। নৌকা তৈরির প্রধান কারিগর হিসেবে ছিলেন সাতক্ষীরার কয়রা উপজেলার কামরুল ইসলাম। নৌকা নির্মাণই তার পেশা। তিনি বলেন, “এত বড় বাইচের নৌকা বানাতে নিখুঁত কাজ প্রয়োজন। গ্রামবাসীর আগ্রহ ও সহযোগিতাই কাজ দ্রুত শেষ করতে সহায়তা করেছে।”


নৌকা তৈরির উদ্যোগে যুক্ত রমজান ফকির বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের দিকে ফেরাতে এই উদ্যোগ। গ্রামের সবাই এক হয়ে কাজ করায় স্বপ্নের নৌকাটি খুব দ্রুত তৈরি হয়েছে। একতা এক্সপ্রেস শুধু নৌকা নয়, আমাদের সম্প্রীতির প্রতীক।”


গ্রামবাসীর প্রতিনিধি আবুল কালাম ভেন্ডার বলেন, “নৌকা বাইচ আমাদের লোক-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য ধরে রাখতে সবাই মিলে অর্থ সংগ্রহ করে ৭২ হাত দীর্ঘ নৌকাটি তৈরি করেছি। আশা করি—প্রতিযোগিতায় এটি আমাদের গ্রামের সুনাম বাড়াবে।”


পানিপাড়া গ্রামবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া বলেন, “নিজেদের অর্থায়নে এত বড় বাইচের নৌকা তৈরি সত্যিই প্রশংসনীয়। তারা শুধু একটি ঐতিহ্যকে বাঁচাচ্ছেন না, সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিচ্ছেন।”

Post Top Ad

Responsive Ads Here