![]() |
| মিরসরাইয়ে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে তারেক রহমানকে ১১ নেতার চিঠি |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা ও মিরসরাই উপজেলা শাখার ১১ জন নেতা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন। বুধবার পাঠানো এই চিঠিতে মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান তাঁরা। স্বাক্ষরকারীদের মধ্যে কয়েকজন নিজেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত।
মিরসরাই আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। কিন্তু তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই নেতা-কর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সেই অসন্তোষের পরিপ্রেক্ষিতেই ১১ নেতার এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় নেতারা।
চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি অলিউল কবির ইকবাল, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সদস্য জিয়াদ আমিন খান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন, সদস্যসচিব জসীম উদ্দীন, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম এবং সদস্যসচিব কামরুল হাসান।
এ বিষয়ে জানতে চাইলে স্বাক্ষরকারীদের একজন ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, “বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নুরুল আমিন বহিষ্কৃত হয়েছিলেন। পরে তড়িঘড়ি করে তাঁকে দলে ফিরিয়ে প্রার্থী করা হয়েছে, যা নেতা-কর্মীদের বড় অংশ মেনে নিতে পারেননি। এমন প্রার্থীর কারণে দল বিজয়ের ঝুঁকিতে পড়বে—এমন উদ্বেগ থেকেই মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি।”
ওমরা হজে থাকায় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর অনুসারী মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন বলেন, “মনোনয়ন ঘোষণার আগেও এমন চিঠি পাঠানো হয়েছিল। বিএনপি বড় দল—বহু যাচাই-বাছাই করেই নুরুল আমিনকে প্রার্থী করা হয়েছে। তাই দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে তাঁর বিজয়ের জন্য কাজ করতে অনুরোধ জানাই।”

