আমতলীতে এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

আমতলীতে এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আমতলীতে এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
আমতলীতে এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা এফএইচ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অংশীজনদের সঙ্গে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় এফএইচ অ্যাসোসিয়েশনের চলমান ও প্রস্তাবিত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।


আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান এবং আমতলী থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন।


এছাড়া আরও বক্তব্য দেন আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাংবাদিক সমন্বয় পরিষদের সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক কেএম সোহেল ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।


সভায় এফএইচ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমতলী এপি ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, কুকুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল জাকারিয়া, ভ্যালু এক্সচেঞ্জ রিলেশনশিপ কো-অর্ডিনেটর স্মৃতি রোজারিও এবং ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অয়ন চন্দ্র বিশ্বাস ও আমাদুল ইসলাম।


সভায় বক্তারা বলেন, স্থানীয় অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করা সম্ভব হবে। এ ধরনের অবহিতকরণ সভা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Post Top Ad

Responsive Ads Here