আমতলীতে দৈনিক ‘আমার দেশ’-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

আমতলীতে দৈনিক ‘আমার দেশ’-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

 

আমতলীতে দৈনিক ‘আমার দেশ’-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন
আমতলীতে দৈনিক ‘আমার দেশ’-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।


সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়।


র‌্যালি শেষে আমতলী উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমার দেশ পত্রিকার পাঠক মেলার আহ্বায়ক ও টিয়াখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাংবাদিক কেএম সোহেলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।


আমতলী উপজেলা প্রতিনিধি মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা।


এছাড়া আরও বক্তব্য দেন আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয়ের সভাপতি ও দৈনিক সমকালের আমতলী প্রতিনিধি মো. জাকির হোসেন, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি মো. হায়াতুজ্জামান মিরাজ, যুগ্ম সম্পাদক ও দৈনিক সংগ্রাম ও রাজধানী টিভির প্রতিনিধি মো. নাসির মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা স্কাউট সম্পাদক ও চিলা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


আলোচনা সভা শেষে দৈনিক আমার দেশ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

Post Top Ad

Responsive Ads Here