আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ‘এক্সিলেন্স অ্যান্ড প্রোটেকশন মিট’ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ‘এক্সিলেন্স অ্যান্ড প্রোটেকশন মিট’ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ‘এক্সিলেন্স অ্যান্ড প্রোটেকশন মিট’ অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ‘এক্সিলেন্স অ্যান্ড প্রোটেকশন মিট’ অনুষ্ঠিত

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে ‘এক্সিলেন্স অ্যান্ড প্রোটেকশন মিট’ ও বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের ফুড ফ্যাক্টরি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আলফাডাঙ্গা জোনাল অফিস এ কর্মসূচির আয়োজন করে।


আলফাডাঙ্গা জোনাল অফিসের ম্যানেজার মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেনিং জামিল উদ্দিন মিন্টু। তিনি তাঁর বক্তব্যে বীমা খাতে পেশাগত উৎকর্ষ সাধন, গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আমানতের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি ডিরেক্টর সাজেদ মাতুব্বর এবং সহকারী এজেন্সি ডিরেক্টর কামরুন্নাহার জুথি।


বক্তারা বীমা শিল্পের আধুনিকায়ন, দ্রুত ও মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং জীবন বীমার গুরুত্ব তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


সভায় আলফাডাঙ্গা জোনাল অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথি ও কর্মকর্তাদের সম্মিলিত উপস্থিতিতে দুপুরের পর অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণমূলক সভা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং গ্রাহক সেবার মান আরও উন্নত হবে।



Post Top Ad

Responsive Ads Here