উল্টো পথে সিএনজি, বাধা দিতে গিয়ে হামলা: ২ ট্রাফিক পুলিশ আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

উল্টো পথে সিএনজি, বাধা দিতে গিয়ে হামলা: ২ ট্রাফিক পুলিশ আহত

উল্টো পথে সিএনজি, বাধা দিতে গিয়ে হামলা: ২ ট্রাফিক পুলিশ আহত
উল্টো পথে সিএনজি, বাধা দিতে গিয়ে হামলা: ২ ট্রাফিক পুলিশ আহত 



মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টো পথে সিএনজি চালানোকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে এবং একাধিক সিএনজি জব্দ করা হয়েছে।





রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক ফসিল ফুয়েল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো পথে আসা একটি সিএনজিকে বাধা দিতে গেলে চালক ও তার সহযোগীরা ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায়, এতে সংঘর্ষের সৃষ্টি হয়।


সংঘর্ষে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার এবং কনস্টেবল সালাউদ্দিন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।


আহত সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার বলেন, “উল্টো পথে আসা একটি সিএনজিকে থামাতে গেলে চালকরা দলবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়।”


ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১৪ জনকে আটক করে। এ সময় একাধিক সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।


মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বলেন, “উল্টো পথে যান চলাচল বন্ধ করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন।”


কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Post Top Ad

Responsive Ads Here