সদরপুরে ভুয়া দাখিলা দিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা; যুবকের বিরুদ্ধে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫

সদরপুরে ভুয়া দাখিলা দিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা; যুবকের বিরুদ্ধে মামলা

সদরপুরে ভুয়া দাখিলা দিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা; যুবকের বিরুদ্ধে মামলা
সদরপুরে ভুয়া দাখিলা দিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা; যুবকের বিরুদ্ধে মামলা

 


সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদাতা:

ফরিদপুরের সদরপুর উপজেলায় স্মার্ট ভূমি উন্নয়ন করের ভুয়া দাখিলা তৈরি করে জমি রেজিস্ট্রির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (২৪ ডিসেম্বর) আকোটের চর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় বাদী হয়ে সদরপুর থানায় এ মামলা করেন। সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, আকোটের চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী মৌজায় ২৬৫৪ খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য মো. মোস্তফিজুর রহমানের পক্ষে তার আত্মীয় কামরুল ইসলাম ভূমি অফিসে উপস্থিত হন। ভূমি কর্মকর্তা জানায়, বদলিজনিত কারণে নামজারি আইডি সচল না থাকায় খতিয়ান সমন্বয় ও দাখিলা প্রদান ওই মুহূর্তে সম্ভব নয়।


কিছুদিন পর কামরুল ইসলাম জমি রেজিস্ট্রেশনের জন্য দাখিলা নিয়ে গেলে সাব-রেজিস্ট্রার সেটি স্ক্যান করে সন্দেহজনক মনে করেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করেন। তদন্তে জানা যায়, দাখিলাটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।


মামলায় অভিযুক্ত রাকিবুল ইসলাম ওরফে রাকিব মিয়ার মাধ্যমে দাখিলাটি তৈরি ও সরবরাহ করা হয়েছে। মোবাইল ফোন তল্লাশিতে একটি যুক্তরাজ্যের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভুয়া দাখিলা প্রেরণের প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত ২,৪০০ টাকা বিকাশের মাধ্যমে এই দাখিলা ক্রয় করেন।


এই ঘটনায় দণ্ডবিধির ১৮৬০ সালের ৪৬৫ ও ৪৬৮ ধারায় মামলা করা হয়েছে।


সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “ভুয়া দাখিলা দিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা করা হচ্ছিল। সাব-রেজিস্ট্রারের সন্দেহের ভিত্তিতে তদন্ত চালিয়ে জালিয়াতকে শনাক্ত করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”


সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন শাহ্ জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।”


ভূমি প্রশাসন সাধারণ জনগণকে অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের সময় সরকারি ওয়েবসাইট যেমন https://land.gov.bd ও https://www.land.gov.bd ব্যবহার করতে হবে। দাখিলায় প্রদত্ত QR কোড স্ক্যান করে https://www.ldtax.gov.bd/dakhila অথবা https://ldtax.gov.bd/dakhila ইউআরএল নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


ভূমি অফিস সূত্র জানায়, প্রতারক চক্রগুলো সরকারি ওয়েবসাইটের ডোমেইন নামের সঙ্গে অতিরিক্ত অক্ষর যোগ করে ভুয়া ওয়েবসাইট তৈরি করছে। এই ধরনের প্রতারণাকে ইউআরএল স্পুফিং বলা হয়, যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, ফিশিং, হ্যাকিংসহ সাইবার অপরাধ সংঘটিত হয়।


Post Top Ad

Responsive Ads Here