সুদের টাকার চাপ, জনসাধারন গলায় দড়ি। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ২২, ২০১৯

সুদের টাকার চাপ, জনসাধারন গলায় দড়ি।



ঝিনাইদহ প্রতিনিধিঃ  
কোটচাঁদপুর পৌর এলাকায় প্রায় সব জায়গায় চলছে রমরমা সুদে টাকার ব্যবসা। সুদের টাকায় কেউ কিনেছেন কয়েক রকম গাড়ি। কেউ বা আবার অনেক টাকা খরচ করে বানিয়েছে আলিশান বাড়ি।সুদের টাকায় অনেকে আবার, এই মাঠে ঔ মাঠে কিনেছেন জমি।অনেকে বন্ধক নিয়েছেন বিঘা বিঘা জমি। অনেক সময় সুদে কারবারিদের যেখানে সেখানে দাদাগিরি করতে দেখা যায়, এদের অত্যাচারে অতিষ্ট হয়ে অনেকে কোটচাঁদপুর ছেড়ে চলে যায়। লাভের টাকার জন্য লিখে নিয়েছে জমি,বাড়ি। বিঃদ্রঃ গত কিছু দিন আগে সাবেক প্রধান শিক্ষক, আজাদ মাষ্টার নামে (৬০) বছর এর বৃদ্ধো সুদে কারবারিদের টাকার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানাযায়। এরপর সুদে কারবারিরা অনেকে আত্মগোপন করেন।এলাকায় ফিরে দাপিয়ে বেড়াচ্ছেন পাড়ায় পাড়ায় লাভের টাকার জন্য।এদেরকে আইনের আওতায় আনতে এলাকা বাসি প্রশাসনের হস্তখেপ কামনা করছে এলাকা বাসি।

Post Top Ad

Responsive Ads Here