
"কাঠ ফাঁটা রোদে তৃষ্ণা মেটায় মিনহাজের আখের রস | সময় সংবাদ"
দেলোয়ার হোসেন, জামালপুর
ভাদ্রের তালপাকা কাঠ ফাঁটা রোদের তাপমাত্রা যতো বাড়তে থাকে মিনহাজের আখের রসের দিকে ততো আসতে থাকেন সব স্থরের মানুষ। কেউ এক গ্লাস। আবার কেউ দুই গ্লাস করে ঢগ ঢগ করে গিলে তৃষ্ণা নিবারণ করেছে। আবার স্কুলের শিক্ষার্থী
রা পানি নেয়ার পাত্রে ভরে নিয়ে যাচ্ছে। দেশীয় জাতের আখের চিরচেনা সুগন্ধী মিষ্টি সুবাসের সবুজ রঙের রস বিক্রি করে ভাগ্যের চাকা ঘুরিয়ে তিনি আজ স্বাবলম্বী।
মিনহাজ উদ্দিনের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামে। তার বাবার নাম বাদশা মিয়া। মিনহাজ ছাড়াও তার আরো একটি ভাই, দুই বোন রয়েছে। ২৮ বছর বয়সি বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
